স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম দেশের মধ্যবিত্তদের জন্য সুখবর, মোদী সরকার দিতে চলেছে বড় উপহার
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
নয়া দিল্লীঃ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Modi Sarkar) মধ্যবিত্তদের জন্য একটি বড়সড় উপহার দিতে চলেছে। সরকার এখন মধ্যবিত্তদের (Middle Class) জন্য নতুন করে স্বাস্থ পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিষেবা তাঁদের জন্য হবে, যারা এখনো পর্যন্ত কোন পাবলিক হেলথ কেয়ারের আওতায় পড়েনি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, নীতি আয়োগ (Niti Ayog) এই পরিকল্পনার রূপরেখা তৈরি করে নিয়েছে।
এই নতুন স্বাস্থ পরিষেবায় তাঁদের যুক্ত করা হবেনা, যারা আগে থেকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সুবিধা ভোগ করছেন। আপনাদের জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা সেই সমস্ত দরিদ্র মানুষেরা নিচ্ছে, যারা নিজে থেকে ভারত কোনরকম স্বাস্থ বীমা করাতে পারবেননা। নীতি আয়োগের পরামর্শদাতা (স্বাস্থ) অলোক কুমার বলেন, ‘ দেশের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা এখনো পর্যন্ত কোন সার্বজনীন স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত নয়। আর সেই সব মানুষদের থেকে হাতে গোনা কিছু টাকা নিয়ে তাঁদের স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প মিডিল ক্লাসদের স্বাস্থের দেখভাল করবে।”
File Pic
অলোক কুমার বলেন, মিডিল ক্লাস মানুষদের যদি দেশে উন্নত স্বাস্থ পরিষেবার নির্মাণের জন্য ২০০ থেকে ৩০০ কোটি টাকা দিতে হয়, তাহলে তাঁরা কোন সমস্যায় পড়বেনা। এই যোজনা কার্যকর হবে বলেন আশা করেন উনি। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুষ্মান ভারত) অনুযায়ী, মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ সুবিধা পায়। এই যোজনা দরিদ্র মানুষদের জন্য আর এই যোজনা অনুযায়ী ৫ লক্ষ টাকার বীমা পাওয়া যায়।
যদিও সরকার মধ্যবিত্তদের জন্য এরকম কোন প্রকল্প চালু করেনি। তবে এই নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রথম দেশের মধ্যবিত্তরা হেলথ কেয়ারের সুবিধা নিতে পারবে।
কলকাতা: ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রফিকুল ইসলামের কাছে একটি লবি গ্রুপের চিঠির মতে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ভারতকে কোটি কোটি ডলারের বিনিময়ের চুক্তি স্বাক্ষর করার জন্য ভারতে উৎপাদন লাইন স্থাপনের প্রস্তাব দিচ্ছে। photo by google.com এই কোম্পানিগুলিও বলছে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ইন ইন্ডিয়া'-এর একটি সামরিক শিল্পের ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় স্থানীয় অংশীদারদের সহযোগিতায় তৈরি পণ্যগুলির অপব্যবহারের জন্য দায়ী থাকবে না। লকহীড এবং বোয়িং ভারতের সামরিক বাহিনীর যুদ্ধ বিমান সরবরাহের জন্য খুবই দরকার তাই দরকষাকষির কথা বলছে, যা সোভিয়েত যুগের মিগ বিমান থেকে অবসর গ্রহণ করে শত শত বিমানের ক্ষেপণাস্ত্র চালাচ্ছে এবং একটি দেশীয় জেট উৎপাদনের জন্য এটির নিজস্ব তিন দশক দীর্ঘ প্রচেষ্টা রয়েছে। হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা ঘোষিত করার সাথে এক নতুন ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি, জেনে নিন কি। লকহীড ফোর্ট ওয়ার্থ, টেক্সাস থেকে এফ-16 উত্পাদনের লাইন ভারতে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছে, এবং ভারত যদি কমপক্ষে 100 টি একক ইঞ্জিন যোদ্ধাদের আদেশ দেয় তবে এটি বিশ্বব্যাপী একমাত্র কারখানা তৈরি কর...
শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে করোনাভাইরাস (coronavirus) নিয়ে রাজ্যের সকল মানুষকে সচেতন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধহায়। “হাত মেলানোর প্রয়োজন নেই, শুভেচ্ছা বিনিময়ে নমস্কার করুন”। এই সময় মন দিয়ে না ভেবে মাথা দিয়ে ভাবা উচিত নিজেকে বাচাতে আর সুস্থ থাকার জন্য যা করা দরকার তাই তাই করা উচিত। তিনি আরো বলেন “সব মশা কামড়ালেই ডেঙ্গু হয় না। যেমন সব মাছ ইলিশ নয়, তেমন সমস্ত সর্দি-কাশিই করোনাভাইরাসের সংক্রমণ নয়”।সামনেই পুরভট আর বাংলা নিজের দখলে করতে মরিয়া মা, মাটি, মানুশ। আর এই দলে আবার নাম লিখিয়েছে বিজেপিও। বিজেপিও কম যাচ্ছে না সেও সমান তালে টক্কর দিচ্ছে মমতাকে। কিন্তু এই করোনা আতঙ্কে কার্যত পিছোতে পারে ভোটের মিটিং , মিছিল। ইতিমধ্যেই এই ভাইরাস অতিমারির আকার ধারন করেছে। করোনা আতঙ্কের জেরে সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের স্কুল কলেজ এবং মাদ্রাসা-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও বাতিল হচ্ছে না উচ্চমাধ্যমিকের কোনো পরীক্ষাই।পাশাপাশি, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ খড়গপুর IIT। নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ক্...
Comments
Post a Comment